আধুনিক বিশ্বে শাড়ী নারীরা পরে না বললেই চলতো, আনুনিক বিশ্বে টাঙ্গালের শাড়ী একটি নারীদের সৌন্দ্যর্য বর্ধনে , রূচিশীল করে তুলেছে। এটি সাধারন থেকে উচ্চ পরিবারের সব নারীরাই ব্যবহার করতে পারে, এতে নারীর সোন্দর্য বৃদ্ধি করে, তাই নারীরা এখন শাড়ী পরতে খুব ভালোবাসেন, এ জন্য বাংলাদেশ তথা ভারতের বিভিন্ন জায়গার এবং বিশ্বের প্রায় অনেক দেশে টাঙ্গাইলের তাঁতের শাড়ী রপ্তানী হয়ে থাকে। টাঙ্গাইলের জামদানী শাড়ী, টাঙ্গাইলের তাঁতের শাড়ী পোড়াবাড়ী ইউনিয়নের বড়বেলতা, রক্ষিত বেলতা (বসাকপাড়া) এবং বড়বেলতা দক্ষিণ পাড়া গ্রামে তৈরী হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস