খারজানা হোসাইনিয়া সিদ্দিকিয়া আলিম মাদরাসাটি টাঙ্গাইল সদর উপজেলার ৬ নং পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা গ্রামে ১৯৮৪ খ্রিঃ সালে প্রতিষ্ঠিত। মাদরাসার নামে ২.৫৫ শতাংশ জমি আছে। ২টি পাকা ভবন ,৪টি টিনের ঘর,একটি পাকা মসজিদ, ৫টি টয়লেট ও ৩টি নলকূপ আছে।
মহান রববুল আলামিন তার প্রিয় হাবিব রহমাতুলি¬ল আলামিন হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ১ম ওহী বা প্রত্যাদেশ নাজিল করেন উহা হচ্ছে ’’একরা’’বা পড়ুন। ইহা বাসত্মবায়নের জন্য মদিনার মসজিদ সহ বিভিন্ন স্থানে মাদরাসা (বিদ্যালয়) স্থাপন হয়েছে। তারই ধারাবাহিকতায় মহান রববুল আলামিনের এ লিলাভুমিতে অনেক মাদরাসা বিদ্যালয় স্থাপিত হয়েছে। যেখান থেকে শিক্ষা গ্রহন করে মানুষ প্রকৃত মানুষে রূপান্তরিত হয়। এ প্রতিষ্ঠানটিও সেই ধারাবাহিকতার একটি অংশ বিশেষ।
মহান রববুল আলামিনের সৃষ্টি জগতের যে কোন কাজ কোন না কোন ঘটনার প্রেক্ষিতে সংঘঠিত হয়। অত্র খারজানা হোসাইনিয়া সিদ্দিকিয়া আলিম মাদরাসাটি প্রতিষ্ঠার প্রেরণা হচ্ছে ১৯৩০ খ্রিঃ সাল মোতাবেক ১৩৩৭ বাং সালে খারজানার মরহুম পীর ছাহের আলহাজ হোসাইন আলী (রহঃ) এর পীর উপমহাদেশের বরেণ্য ওলী ফুরফুরার পীর ছাহের মরহুম আলহাজ আবু বকর ছিদ্দিকী (রহঃ) খারজানায় অবস্থানকালে স্বপ্নে দেখেছিলেন আকাশ থেকে ড একটি আলো (বর্তমানে মাদরাসার স্থানে) এসে চতুর্দিকে বিচ্ছুরিত হয়ে যায়। প্রত্যুষে উঠে তার খলিফা আলহাজ হোসাইন আলী (রহঃ) কে বললেন বাবা হোসেন আলী এই জায়গায় এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে যেখান থেকে চতুর্দিকে আলো বিচ্ছুরিত হবে। খারজানার মরহুম পীর ছাহের আলহাজ হোসাইন আলী (রহঃ) এর ইমেত্মকালের পর এলাকায় ইসলামী শিক্ষা বিসত্মারে ও মহান ওলীর এই স্বপ্ন (ভবিষ্যৎবানী) কে বাসত্মবায়ন এবং যুগের প্রয়োজনে তার মুরিদান সহ এালাকার সর্ব সত্মরের জনগণের প্রেরণা ও সার্বিক সহযোগিতায় জনাব মোঃ আব্দুল হাই ১৯৮৪ খ্রিঃ সনের ১লা জানুয়ারী টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের অমত্মর্গত খারজানা গ্রামে অত্র খারজানা হোসাইনিয়া সিদ্দিকিয়া আলিম মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। ০১/০১/১৯৮৬ খ্রিঃ তারিখ থেকে দাখিল ৯ম শ্রেণী খোলার অনুমতি এবং ০১/০১/১৯৯১ খ্রিঃ তারিখ থেকে দাখিল হিসেবে স্বীকৃতি লাভ করে। ০১/০৭/১৯৯৪ খ্রিঃ তারিখ থেকে আলিম ১ম বর্ষ খোলার অনুমতি এবং ০১/০৭/১৯৯৫ খ্রিঃ তারিখ থেকে আলিম হিসেবে স্বীকৃতি লাভ করে।০১/০১/২০০২ খ্রিঃ তারিখ থেকে দাখিল শ্রেণীতে, ০১/০১/২০০৯ খ্রিঃ তারিখ থেকে দাখিল শ্রেণীতে কম্পিউটার এবং ০১/০৬/২০১১ খ্রিঃ তারিখ থেকে আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায়ে বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি লাভ করে। ০১/১২/৮৬ খ্রিঃ তারিখ হতে দাখিল পর্যায়ে এমপিও ভুক্ত এবং ১৫/০৫/২০০০ খ্রিঃ তারিখ হতে আলিম পর্যায়ে এমপিও ভুক্ত হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মোঃ রফিকুল ইসলাম আনসারী | 01748-701852 |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
হায়দার আলী | 01715-372818 |
ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণী ভিত্তিক প্রি-প্রাই ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম ১১শ ১২শ
৪১ ৪৩ ৪৬ ৩৯ ৩৬ ৩৮ ৯৯ ৫৬ ৫২ ৫৪ ৫৬ ৭৫
১১ বিগত পঁাচ বছরের সমাপনী / পাবলিক পরীক্ষার ফলাফল সন ইবতেদায়ী সমাপনী জে ডি সি দাখিল আলিম
অংশগ্রহণ পাশ অংশগ্রহণ পাশ অংশগ্রহণ পাশ অংশগ্রহণ পাশ
২০০৮ ৩৬ ২৬ ১৫ ০৪
২০০৯ ৩৭ ৩০ ১৯ ১২
২০১০ ৩০ ২৪ ৩০ ২৮ ৪১ ৩৯ ১৩ ১১
২০১১ ৪৮ ৪২ ৫২ ৪৮ ৫২ ৪৩ ১৯ ১৯
২০১২ ৫২ ৪৪ ৮৮ ৮০ ৮৩ ৭৩ ২৫ ১৯
৬ষ্ঠ শ্রেণীতে ২৬ জন, ৭ম শ্রেণীতে ১১ জন, ৮ম শ্রেণীতে ০৬ জন, ৯ম শ্রেণীতে ১১ জন ও ১০ম শ্রেণীতে ১৩ জন, আলিম ১ম বর্ষ ০৬ জন, ২য় বর্ষে ১০ জন শিক্ষা বৃত্তি লাভ।
২০১১ খ্রিঃ সনের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় যৌথভাবে ২ জনের ১৬ তম স্থান অধিকার ।
২০১০ খ্রিঃ সনের জে ডি সি পরীক্ষায় ২ জন সাধারন বৃত্তি অর্জন।
২০১০ খ্রিঃ সনের দাখিল পরীক্ষায় ২ জন মেধাবৃত্তি ও একজনের সাধারন বৃত্তি অর্জন।
২০০৯ খ্রিঃ সনের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ১ জনের বৃত্তি অর্জন।
দাখিল পরীক্ষায় এ + এর সংখ্যাঃ ২০০৯ খ্রিঃ সনে জন ও এ + ০৪ জন।
দাখিল পরীক্ষায় এ + এর সংখ্যাঃ ২০১০ খ্রিঃ সনে জন ও এ + ০৯ জন।
দাখিল পরীক্ষায় এ + এর সংখ্যাঃ ২০১১ খ্রিঃ সনে জন ও এ + ০৫ জন।
দাখিল পরীক্ষায় এ + এর সংখ্যাঃ ২০১২ খ্রিঃ সনে জন ও এ + ২৬ জন।
আলিম পরীক্ষায় এ + এর সংখ্যাঃ ২০১২ খ্রিঃ সনে জন ও এ + ০৪ জন।
দাখিল পরীক্ষায় এ + এর সংখ্যাঃ ২০১৩ খ্রিঃ সনে জন ও এ + ০৭ জন।
মাদ্রাসাটি ফাজিল স্তরে উন্নীত করণ
খারজানা হোসাইনিয়া সিদ্দিকিয়া আলিম মাদরাসা।
ডাকঘরঃ শাহানশাহগঞ্জ, উপজেলা ও জেলা টাঙ্গাইল।
নাই
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস